ফের অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে শিলিগুড়ি পুরনিগম। বৃহস্পতিবার সকাল থেকেই শিলিগুড়ি পাকুড়তলা মোড় এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার কাজে হাত লাগান পুরনিগমের কর্মীরা।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই বাড়ির মালিকের স্ত্রী জানান, এই ঘটনাটি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। তবে পুরনিগমের তরফ থেকে পরিস্থিতি সামলে ওঠার সময়টুকু তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। গায়ের জোরে বাড়ি ভাংচুর চালানো হচ্ছে বলেই এ দিন সাংবাদিকদের সামনে সরব হলেন তিনি।