গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন, গ্রেফতার শ্বশুর ও স্বামী

গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে শ্বশুর ও স্বামীকে গ্রেফতার করল প্রধান নগর থানা পুলিশ। ধৃত স্বামীর নাম দিলীপ প্রসাদ। শ্বশুর শিব বচন প্রসাদ।

  পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী পূজা প্রসাদ‌ সাহানির সঙ্গে পাঁচ বছর আগে পোকাইজোতের বাসিন্দা দিলীপের বিয়ে হয়। তাদের বর্তমানে সাড়ে তিন বছরের এক সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করে দিলীপ ও তার পরিবার।

  প্রসঙ্গত, পূজা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য  নিখিল সাহানির মেয়ে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেষ বাধ্য হয়ে  মঙ্গলবার রাতে প্রধান নগর থানায় এসে অভিযোগ দায়ের করতে বাধ্য হন পূজা। সে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দিলীপ ও শিব বচনকে গ্রেফতার করে। এদিন দু'জনকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।