গ্রাম বাংলাকে তুলে ধরছে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব

আজ উল্টো রথ। আর উল্টো রথে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। 

  এ বছর ৭০ তম বর্ষে দুর্গা পুজোর থিম রয়েছে গ্রাম বাংলার চালচিত্র। মূলত কৃষিকাজে‌ ব্যবহৃত সামগ্রী দিয়ে মণ্ডপ সাজিয়ে গ্রামবাংলাকে তুলে ধরা হবে। ক্লাব সদস্য মদন ভট্টাচার্য বলেন যে, এ বছর তৃতীয়াতে দুর্গাপুজোর উদ্বোধন। এছাড়াও পুজো উপলক্ষে বসবে মেলাও।