চার চাকা গাড়ির সাথে বাইকের সংঘর্ষ, জখম ৩

 

জাতীয় সড়কে চার চাকা গাড়ির সাথে সংঘর্ষে দুর্ঘটনার কবলে বাইক। ঘটনায় জখম তিন যুবক।

 সূত্রের খবর, নকশালবাড়ির সাতভাইয়া এশিয়ান হাইওয়ে ২ নং জাতীয় সড়কে পানিট্যাঙ্কি থেকে বাগডোগরা যাওয়ার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়িকে ধাক্কা মারে।ঘটনায় তৎক্ষণাৎ রাস্তায় লুটিয়ে পড়েন বাইকে থাকা তিন জন। আহতদের নাম চন্দন দাস, কালু রায় ও কুন্দন রায়। তিন জন‌ই বাগডোগরা ভুজিয়াপানির বাসিন্দা। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

  অন্যদিকে, ঘটনার পর চার চাকা গাড়ি ছেড়ে পলাতক চালক। দুর্ঘটনাগ্রস্ত চার চাকা ও বাইকটিকে উদ্ধার করেছে নকশালবাড়ি থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত জারি।