নয়া আইনে অবহেলার কারণে কোনো রোগীর মৃত্যু হলে চিকিৎসকদের দু'বছর পর্যন্ত কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কেন্দ্র। ফলে এ নিয়ে ভীতির শিকার চিকিৎসকেরা। সোমবার দুপুর নাগাদ কেন্দ্রের এই রায়ের বিরোধিতা করে কোচবিহার মেডিকেল কলেজের সামনে বিক্ষোভে সামিল হন এমজেএন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারা। যদিও ১৫ মিনিট পর কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন।