আলিপুরদুয়ারে বজ্রপাতে আহত হলেন ১৫ জন চা শ্রমিক। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার সকালে ডুয়ার্সে বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টি হয়। সেইসময় আলিপুরদুয়ারের চুয়াপাড়া চা বাগানে পাতা তুলছিলেন শ্রমিকরা। তাদের সামনেই বজ্রপাত হয়। এর ফলে পনেরো জন শ্রমিক আহত হন।
আহতদের মধ্যে ৯ জন মহিলা শ্রমিক। তাদের তড়িঘড়ি লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই মহিলা শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।