চুরি যাওয়া মোবাইল সমেত গ্রেফতার ১

শিলিগুড়িঃ মোবাইল চুরির ঘটনার অভিযোগ দায়ের হবার ২৪ ঘন্টার মধ্যে সাফল্য পেল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হল। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রঞ্জিত মন্ডল। বয়স ৩৫। সে বিনয় মোড়ের বাসিন্দা। গত রবিবার সকালে শিলিগুড়ি পৌর নিগমের ২৩ নম্বর ওয়ার্ড এর একটি বাড়ি থেকে মোবাইল ফোন চুরি করে চম্পট দেয় রঞ্জিত মন্ডল। এরপর রবিবার শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ এরপর রবিবার রাতে চুরি যাওয়া মোবাইল ফোনটি নিয়ে বাংলা কোর্ট এলাকায় একটি মোবাইলের দোকানে চুরি যাওয়া মোবাইল ফোনটি নিয়ে বিক্রি করতে যায় রঞ্জিত।