ছাগল গিলে খাওয়া ১৫ ফুটের অজগর উদ্ধার

ছাগল গিলে খাচ্ছিল প্রায় ১৫ ফুটের অজগর। ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি নেপালি বস্তি এলাকায়। সেই বিভীষিকাময় অজগরটিকেই উদ্ধার করলেন বন কর্মীরা। 

  জানা গিয়েছে, ঐ এলাকার একটি বাড়িতে সেটিকে দেখতে পেয়ে বন কর্মীদের খবর দেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে ডাবগ্রাম রেঞ্জের বন কর্মীরা পৌঁছে ঐ অজগর উদ্ধার করেন এবং পুনরায় জঙ্গলে ছেড়ে দেন। তবে ছাগল গিলে খাওয়ার দৃশ্য মনে করে এখন‌ও ভয় কাটেনি এলাকাবাসীদের।