স্কুল ছুটির পর ছাত্রকে স্কুলের ভেতরে তালা দিয়ে চলে গেলেন শিক্ষিকা। চতুর্থ শ্রেণীর ওই ছাত্রের কান্না শুনে জড়ো হয় আশেপাশের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয়ের পুলিশ। আসেন প্রধান শিক্ষকও। অবশেষে এক ঘন্টা পরে তালা খুলে সেই ছাত্রকে উদ্ধার করা হয়। সোমবার আলিপুরদুয়ার মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের চেপানি ২ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য।
জানা গিয়েছে, ৫ শিক্ষক-শিক্ষিকার মধ্যে গতকাল স্কুলে উপস্থিত ছিলেন ৩ শিক্ষিকা। প্রতিদিনের মত নির্দিষ্ট সময় অর্থাৎ দুপুর ২টোর আগেই স্কুলে তালা দিয়ে দেওয়ার অভিযোগ ঐ তিন শিক্ষিকার বিরুদ্ধে। যদিও ঐ ছাত্রকে রেখেই তালা মারার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষিকা। তালা দেওয়ার সময় কানে ইয়ারফোন লাগিয়ে রেখেছিলেন ঐ শিক্ষিকা। যার দরুণ ওই ছাত্র পেছন থেকে ডাকলেও সে কথা শুনতে পাননি তিনি।