ছেলের সাথে দেখা করলেন দুর্ঘটনায় জখম সহকারী লোকো পাইলটের মা

ছেলের সঙ্গে দেখা করতে শিলিগুড়িতে নার্সিংহোমে পৌঁছোলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় জখম সহকারী লোকো পাইলটের মা দ্রৌপদী দেবী। 

  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে মালগাড়ির দুর্ঘটনায় মালগাড়ির এসিস্ট্যান্ট লোকো ড্রাইভার মন্নু কুমার। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তার চিকিৎসা চলছে। জানা যায়, রেল আধিকারিকদের‌ও তার সাথে যোগাযোগ করার কথা রয়েছে। 

  প্রসঙ্গত, গত সোমবার সকাল ৮.৩০ টা নাগাদ শিলিগুড়ির শহর সংলগ্ন রাঙাপানি এলাকাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে পণ্যবাহী বাহী ট্রেনের সংঘর্ষে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকে শিলিগুড়ি। ঘটনা এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের।যাদের মধ্যে রয়েছেন এক্সপ্রেস ট্রেনের লোকো পাইলট। ভাগ্যক্রমে প্রাণী বেঁচে যান সহকারি লোকো পাইলট। অথচ দুর্ঘটনার বলি হয়েছেন তিনি, এ ধরণের খবর সাংবাদিক সম্মেলন করে জানায় রেল। এমন কি ট্রেনের‌ই এক মহিলা যাত্রী ওই সহকারী লোকো পাইলটের বিরুদ্ধে পুরো দুর্ঘটনার দায় চাপিয়েছেন বলে এক প্রকার ভুয়ো মামলা নিয়ে উত্তাল হয়ে ওঠে শিলিগুড়ি। তারপর থেকেই জল ঘোলা শুরু হয় বিষয়টি নিয়ে।

  বৃহস্পতিবার সেই লোকো পাইলটের মা ছেলের সাথে দেখা করতে শিলিগুড়ি এসে পৌঁছোলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙ্গে পড়লেন তিনি। জানালেন, "ছেলের সঙ্গে এখনও কথা হয়নি। ভগবানের আশীর্বাদে ছেলে বেঁচে আছে। আমার ছেলে নির্দোষ। আর কিছু জানি না।"