জয়েন্টে রাজ্যে সপ্তম উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিক

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আলিপুরদুয়ারের নাম উজ্জ্বল করল অভিক দাস। খুশির খবর ছড়িয়ে পড়তেই গর্বিত আলিপুরদুয়ারবাসী। উল্লেখ্য, সদ্য রাজ্য উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছিল এই অভীক দাস। আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম উচ্চ বিদ্যালয়ের ছাত্র অভীক মাধ্যমিকেও রাজ্য মেধা তালিকায় স্থান করেছিল। তার একের পর এক অভাবনীয় সাফল্যে খুশি বাবা-মা পরিবার-পরিজন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। 

  জানা যায়, এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ২০০ এর মধ্যে ১৬৭.১৬৬৬ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম হয়েছে সে। 

  অভীকের কথায়, "আমি খুব খুশি হয়েছি, আমি যে কনসেপ্ট বেস লার্নিং এর কথা বলেছিলাম, তার জন্য সব পরীক্ষাতেই সফল হয়েছি। তার জন্য খুব খুশি। মুখস্থ পড়ার চেয়েও গুরুত্বপূর্ণ হল কনসেপ্ট বুঝে বুঝে পড়া। সায়েন্সের সাবজেক্ট গুলির ক্ষেত্রে এটা খুব জরুরী, কখনো ফাঁকি দেওয়া যাবে না। পড়াশোনা নিয়মিত চালিয়ে যেতে হবে। 

  অভীকের বাবা প্রবীর কুমার দাস বলেন, "ও ছোটবেলা থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করে। ওর এই সাফল্যে খুব ভালো লাগছে।"