বর্তমান সময়ে চিরাচরিত চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার এবং প্রসার অনেক বেড়েছে। আরো বেশী করে তা ছড়িয়ে দিতেই জলপাইগুড়িতে হোমিওপ্যাথি সচেতনতা সপ্তাহের আনুষ্ঠানিক শুভ সূচনা হল আজ। জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কনফারেন্স হলে এ দিন উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার, জেলা আয়ুষ আধিকারিক ডাঃ কল্যাণ কুমার মুখোপাধ্যায় সহ একাধিক স্বাস্থ্য আধিকারিক।
এদিন কনফারেন্স হলে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। জেলা আয়ুষ আধিকারিক ডাঃ কল্যাণ কুমার মুখোপাধ্যায় বলেন, হোমিওপ্যাথি অ্যাওয়ারনেস উইক আজ থেকে শুরু হয়ে সারা সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলবে। তিনি বলেন, জেলা এবং ব্লক স্তরে হোমিওপ্যাথি ডিসপেনসারি সহ গ্রাম পঞ্চায়েতের ডিসপেনসারি গুলিতেও এই সপ্তাহ পালন করা হবে। পাশাপাশি চা বাগান গুলিতে আউটরিচ ক্যাম্প করা হবে বলে জানান তিনি।