জলস্তর বাড়ার পাশাপাশি হাতির হামলায় বিপদসীমা ছাড়ালো তিস্তা

বিপদ পিছু ছাড়ছে না তিস্তা পাড়ের বাসিন্দাদের। একদিকে নদীর জলস্তর বাড়ায় বন্যার ভ্রূকুটি। অন্যদিকে হাতির হামলা। বৃহস্পতিবার রাতে বৃষ্টি চলাকালীন বৈকুন্ঠপুর জঙ্গল থেকে তিস্তার চর এলাকায় চলে আসে ৭০-৮০ টি হাতির একটি দল। তিস্তার চর এলাকা দাপিয়ে ভোরের দিকে তিস্তা নদী সংলগ্ন কালিয়াগঞ্জ, মোড়ল পাড়া, মাহুতপাড়া, পাহাড়পুর এলাকায় ঢুকে পড়ে হাতির দলটি। হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

  জানা গিয়েছে, হাতির দলটি সকালে ছোট ছোট দলে ভাগ হয়ে যাওয়ায় জঙ্গলে ফেরত পাঠাতে সমস্যায় পড়তে হচ্ছে বন কর্মীদের। ঘটনাস্থলে বৈকুন্ঠপুর, গরুমারা, জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা রয়েছেন। বর্তমানে ঐ হাতির দল লোকালয়ে ঘুরে ফের তিস্তার চরে আশ্রয় নিয়েছে।বিপদ এড়াতে সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি ঐ হাতির দলটির ওপর নজর রাখছেন বন কর্মীরা।