জলাভূমি পরিদর্শন করে তা সংস্কারের প্রতিশ্রুতি বিধায়কের

আলিপুরদুয়ার শহর ও শহর সংলগ্ন এলাকার জলাভূমি পরিদর্শন করলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। এ‌ দিন‌ শহর লাগোয়া রত্নেশ্বর ঝিল, এছাড়া শহরের ১৪ নম্বর ওয়ার্ড সহ আরও বেশ কিছু ওয়ার্ডের অন্তর্গত কয়েকটি জলাভূমি এদিন পরিদর্শন করেন তিনি।

  এদিন বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “এই জলাভূমিগুলো আমাদের শহরের সম্পদ। কিছু এলাকায় যে এসব জবরদখল হয়ে গেছে, এটা আর বলার অপেক্ষায় রাখে না। কিন্তু আমি চাইছি জলাভূমিগুলো এখনো যতটুকু বেঁচে আছে সেগুলোকে রক্ষা করা হোক। অবিলম্বে এগুলোর বর্তমান সীমানা চিহ্নিত করে তা সংস্কার করার ব্যবস্থা করতে হবে।”

  উল্লেখ্য, আলিপুরদুয়ার শহরের নিকাশি ব্যবস্থার লাইফ লাইন বলা হয় এই সব জলাভূমিগুলোকে। শহরে ছোট-বড় প্রায় ১৪ টি জলাভূমি রয়েছে। দীর্ঘদিন থেকে এগুলি দখলের অভিযোগ উঠলেও প্রশাসনের পক্ষ থেকে তা সৌন্দর্যায়ন ও সংরক্ষণের কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আর তার জেরেই জলাভূমি দখল হয়েছে বলে অভিযোগ উঠেছে নানা মহল থেকে। এ অবস্থায় জলাভূমি পরিদর্শন করে রীতিমত জেলা শাসকের কাছে লিখিত দিয়ে তার সংস্কারের দাবি তুললেন বিধায়ক সুমন কাঞ্জিলাল স্বয়ং।