জলের কোম্পানির লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

শিলিগুড়িতে এক জল কোম্পানির ৩০ থেকে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক। ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পাঠানো হল। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। 

জানা গিয়েছে, ধৃতের নাম গৌরব দত্ত (৩৩)। শিলিগুড়িতে একটি জলের কোম্পানিতে চাকরিরত ছিল অভিযুক্ত। অভিযোগ, সেই জলের কোম্পানির ৩০ থেকে ৪০ লক্ষ টাকা প্রতারণা করেছে ধৃত ব্যক্তি। বিগত চার বছর ধরে শিলিগুড়ির হাকিমপাড়া স্থিত ওই জলের কোম্পানিতে কর্মরত ছিল গৌরব দত্ত। এই চার বছরে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা প্রতারণা করে বলে অভিযোগ দায়ের করে ওই জল কোম্পানির এমডি। শুধু তাই নয় অভিযোগ রয়েছে, যে গত চার বছরের মধ্যেই ধৃত গৌরব দত্ত শিলিগুড়ি জংশন রেল স্টেশনে ওই কোম্পানির ফ্রাঞ্চাইজি নিয়ে ফেলেছেন।

  রবিবার শিলিগুড়ির পানিট্যাংকি ফাঁড়িতে ওই জল কোম্পানির তরফে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে রবিবার গৌরব দত্তকে পানিট্যাংকি ফাঁড়িতে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করায় তার কথায় অসংগতি মেলে। পরবর্তীতে পানিট্যাংকি ফাঁড়ি থেকে গৌরবকে গ্রেফতার করা হয়। 

  পুলিশ সূত্রে খবর, ধৃত গৌরব দত্ত শিলিগুড়ি হাকিম পাড়ার অফিসে কাজ করলেও সে আগ্রা এবং ইটাহার জংশনসহ একাধিক জংশনে যে এই জল কোম্পানির মেশিন ছিল তার চার্জে ছিল। কোম্পানির অভিযোগ রয়েছে যে তাদের ডেলির ৪০ থেকে ৫০ হাজার টাকার জল বিক্রি হত কিন্তু গৌরব দত্ত তা দেখা তো ২০ থেকে ২৫ হাজার টাকার জল বিক্রি হয়েছে।