জাল নথি বানিয়ে সরকারি জমি বিক্রি ও হস্তান্তরের অভিযোগে গ্রে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সরকারি জমি পুনরুদ্ধারে নামে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। নকশালবাড়ি সেবদুল্লা মৌজায় জাল নথিপত্র বানিয়ে সরকারি জমি বিক্রি ও হাত বদল করার অভিযোগ দায়ের হতেই ২ জমি মাফিয়াকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ। ঘটনায় নকশালবাড়ি সেবদুল্লা মৌজায় সরকারি জমি বের করে বোর্ড লাগানো হয়। 

  প্রসঙ্গত, দিন কয়েক আগে জাল নথিপত্র বানিয়ে সরকারি জমি বিক্রির অভিযোগে দায়ের করে নকশালবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। এই ঘটনায় ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। এরপর তদন্তে নেমে বাগডোগরার কেষ্টপুর থেকে সুব্রত সরকার ও অনিতা রানী ছেত্রী নামে ২ জমি মাফিয়াকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতেরা কেষ্টপুরের বাসিন্দা। এই ঘটনায় ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে নকশালবাড়ি থানার পুলিশ।