বুধবারের কিছুক্ষণের ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্ৰস্ত আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা। এদিন সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। এর ফলে ভুটান সীমান্ত জয়ঁগা ভূলন চৌপথি এলাকায় ভুটানগামী প্রধান সড়কে বড় গাছ ও ইলেকট্রিক পোল ভেঙ্গে পড়ে। গাছের নীচে চাপা পড়ে ক্ষতিগ্ৰস্থ হয় একটি ছোটো গাড়ি। যদিও গাড়ির চালক ভাগ্যের জোরে বেঁচে যান।