টোটগাঁও গ্রামের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউনিক ফাউন্ডেশ

বিগত কয়েক দিনের একনাগাড় বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পেয়ে ভয়াবহ আকার ধারণ করে তিস্তা এবং তারই প্রভাবে জলমগ্ন হয়ে পড়েছে নদীর পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম। এর‌ই মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়ে বিপর্যস্ত টোটগাঁও গ্রামবাসী। অত্যধিক বর্ষণে জলমগ্ন ও বিদ্যুৎহীন হয়ে রয়েছে টোটগাঁও। সর্বস্ব হারিয়ে গৃহহীন ও ক্ষুধার্ত অবস্থায় প্রকৃতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে প্রায় ৫৯ টি পরিবার। তাদের‌ই পাশে দাঁড়ালো শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিক ফাউন্ডেশন টিম। সংগঠনের তরফে ৫৯ টি ত্রিপল, শুকনো খাবার, পোশাক বিতরণ করা হয় এই অসহায় গ্রামবাসীদের।