রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
জানা গিয়েছে, মৃতের নাম এমডি মিরাজ। তিনি বিহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে ফাটাপুকুরে থাকতেন। মিরাজ তার পরিবার নিয়ে বিহার থেকে জলপাই মোড়ে পৌঁছেছিলেন।
সেখান থেকে ফাটাপুকুর যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন। এসময় তিনি কিছু দরকারী সামগ্রী আনতে জলপাই মোড়ের কাছে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তিনি একটি টোটোর সাথে ধাক্কা খান এবং রাস্তা থেকে ওঠার আগেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই মিরাজের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে জলপাইমোড ট্রাফিক ও খালপাড়া ফাঁড়ির পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। চোখের সামনে সড়ক দুর্ঘটনায় মিরাজের মর্মান্তিক মৃত্যু দেখে হতবাক পরিবার। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।