ট্রাফিক পুলিশ এবং সিভিকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার কবল থেকে বাঁচল দুই খুদে পড়ুয়ার প্রাণ। আসানসোলের ব্যস্ততম রাস্তা কাল্লা মোড়, সেখানেই ট্রাফিক পুলিশ দেখতে পান, একটি স্কুল গাড়ি সিগনাল না মেনে চলে যাচ্ছে। তৎক্ষণাৎ ছুটে গিয়ে গাড়ি আটকান তারা। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চালক মদ্যপান করে আছেন। কিছু পড়ুয়ার অভিভাবকদের খবর দেওয়া হলে তারা এসে শিশুদের নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত অভিভাবক জানান, চরম হতে পারত। পুলিশি তৎপরতায় বেঁচে গেল শিশুদের প্রাণ।