ট্রেনের কামরায় যাত্রীর সাথে অভব্য আচরণ, রেল কর্মীর বিরুদ্ধে

ট্রেনের কামরায় যাত্রীর সাথে অভব্য আচরণের অভিযোগ উঠল ঠিকাদারি সংস্থার হয়ে কাজ করা ট্রেনের এক সাফাই কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে দিল্লি আনন্দবিহার থেকে কামাক্ষাগামী আপ নর্থ-ইস্ট এক্সপ্রেসের একটি বাতানুকূল কামরায়। জলপাইগুড়ি রোড স্টেশন আরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আসামের রঙ্গিয়ার বাসিন্দা অভিযুক্ত ইঞ্জামুল হক নামের ওই কর্মীর বিরুদ্ধে রেলের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

  আরপিএফ সূত্রের খবর, এদিন ট্রেনের থ্রি-টায়ার বাতানুকূল কামরায় সাফাইয়ের কাজ করছিলেন কর্মী ইঞ্জামুল হক। অভিযোগ, কামরায় থাকা দিল্লির বাসিন্দা এক মহিলা যাত্রীর সাথে কোন একটি বিষয় নিয়ে বচসা শুরু হয় ইঞ্জামুলের। এর পরেই ওই কর্মী সেই যাত্রীর সাথে অভব্য আচরণ করে বলে ঐ যাত্রীর তরফে অভিযোগ। ঘটনার পর ওই যাত্রী অনলাইনে আরপিএফ-এর কাছে অভিযোগ দায়ের করেন। 

  জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান, অভিযোগ দায়ের করার পরেই জলপইগুড়ি রোড স্টেশনে ট্রেন দাঁড়ালে ওই সাফাই কর্মীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হলেও একটি মামলা দায়ের করা হয়েছে।

  এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত কর্মী ইঞ্জামুল হক বলেন, ওই কামরা থেকে নোংরা জমে থাকার একটি অভিযোগ এসেছিলো। সেখানে যাবার পরে বলা হয় টয়লেট সাফাইয়ের করার জন্য। এর পরে ফ্লোর সাফাইয়ের সময় ওই মহিলা যাত্রীর জুতো এদিক থেকে অন্যদিকে চলে যায়, যা নিয়েই উনি অভিযোগ করেন। বিষয়টি তাঁদের সুপারভাইজারকে জানিয়েছেন বলে বক্তব্য সাফাই কর্মীর।