ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। ধৃতদের নাম প্রণয় মণ্ডল (২৮), রাকেশ মণ্ডল (২৪), অসীম সরকার (৩২)। সকলেই শিলিগুড়ি সংলগ্ন সমর নগর এলাকার বাসিন্দা। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাঘাযতীন কলোনির পার্বতী ঘাট সংলগ্ন এলাকায় ১০-১২ জনের একটি দল জড়ো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও ওই ডাকাত দলের মধ্যে থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। বাকিদের খোঁজে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।