দুষ্কৃতীদের ডাকাতির ছক ভেস্তে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার কুলি পাড়া এলাকা থেকে গ্রেপ্তার হল তিন দুষ্কৃতী। ধৃতদের নাম শিবু পাল, মোহাম্মদ ফারুক এবং মহম্মদ বুদ্ধা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা প্রত্যেকেই প্রধান নগর থানা এলাকার বাসিন্দা। গতকাল গভীর রাতে কুলিপাড়ার পাশে মহানন্দা নদীর চরে ধৃত দুষ্কৃতীরা সশস্ত্রে জমায়েত হয়। গুরুংবস্তি এলাকায় ডাকাতির ছক কষে তারা। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ। তবে পুলিশের গাড়ির আলো দেখে ৪/৫ জন দুষ্কৃতী মহানন্দা নদী পার করে পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি তিন জনকে ধরে ফেলতে সমর্থ হয় প্রধান নগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে ৩৯৯ ও ৪০২ ধারায় মামলার রুজু করে শুক্রবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। অভিযুক্তদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান রকম অস্ত্র। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পলাতক দুষ্কৃতীদের তথ্য সংগ্রহ করে তাদের গ্রেফতারের চেষ্টায় প্রধান নগর থানার পুলিশ।