ডাকাতির ছক বানচাল, গ্রেফতার ৪

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কয়েকজন দুষ্কৃতী। গোপন সূত্র মারফত সে খবর পেয়ে অভিযান চালাতেই ৪ জনকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম মানিক সিং, চন্দন মোহন চৌধুরী, চন্দ্র দাস ও জগদীশ বর্মন। ধৃতরা প্রত্যেকেই শহর শিলিগুড়ির বাসিন্দা। 

  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১ নম্বর ওয়ার্ডে কুলি পাড়ার নিচে এই দুষ্কৃতীরা সাউথ আম্বেদকর কলোনিতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। এরপর গোপন সূত্রে খবর পেয়ে প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ সেখানে হাজির হয়। এরপরই ঐ চারজনকে গ্রেফতার করা।  ধৃতেরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ওই এলাকায় জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রের খবর। এদিন ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।