ডাকাতির ছক বানচাল তিন দুষ্কৃতীর

ডাকাতির ঘটনা রুখে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়ি শহরেই ছিল ডাকাতির ছক।
  শুক্রবার গভীর রাতে ভক্তিনগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশের হাতে ধরা পরল তিন দুষ্কৃতী। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত দেড়টা নাগাদ ভক্তিনগর থানার ডাম্পিং গ্রাউন্ড এর কাছে, কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়ে অপরাধ মূলক কাজের ষড়যন্ত্র করছে বলেই খবর আসে। 
  গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ভক্তিনগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। অভিযানে মিলে যায় সাফল্য। ভক্তিনগর থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় তিন দুষ্কৃতী। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা ২ মাইল এলাকাতে কোন ডাকাতি ষড়যন্ত্র করছিল।
  ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান অস্ত্র। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রাহুল মন্ডল, জয়ন্ত রায় এবং তাপস রায়ের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ভোজালি, ছুরি এবং লোহার রড। ধৃত রাহুল মন্ডল উত্তর ভানুনগরের বাসিন্দা, জয়ন্ত রায় ভোলানাথ পাড়ার বাসিন্দা, এবং তাপস রায় বিহারের কিশানগঞ্জ এর বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে আইপিসির ৩৯৯ এবং ৪০২ ধারায় মামলা রুজু করেছে ভক্তিনগর থানার পুলিশ। ধৃত তিনজনকেই শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।