ডাবগ্রাম ফুলবাড়ী ও জলপাইগুড়ির ফলাফলে হতাশ গৌতম দেব

গোটা দেশে গত ১৯ এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত চলেছে ভোট গ্রহণ পর্ব। মঙ্গলবার ঘোষিত হয় নির্বাচনের ফল। এবং তাতে দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি প্রার্থী রাজু বিস্তা। বিজয়ী হ‌ওয়ার পর দ্বিতীয়বারের মতো সাংসদ হিসেবে নির্বাচিত হলেন রাজু বিস্তা।

এই নিয়ে মেয়র গৌতম দেব প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ডাবগ্রাম ফুলবাড়ীর ফলাফল খুবই হতাশাব্যঞ্জক ও জলপাইগুড়ি বিধানসভা ও সদরের ফলাফল‌ও প্রত্যাশিত নয়। তবে দার্জিলিংয়ের চোপড়া, খুব ভালো ফল করেছে। শিলিগুড়ি শহরের ফলাফল একেবারেই প্রত্যাশিত হয়নি। পাহাড়ে গত বছরের তুলনায় এ বছর ব্যবধান কমলেও কিছুটা হলেও কিছুটা হলেও ব্যবধান কমে গিয়েছে। এ বিষয় নিয়ে সমস্ত স্তরে আলোচনা করা হবে।