মেয়র 'ময়ূর' হয়ে কর্পোরেশনে বসে আছেন, শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবকে কটাক্ষ করে এমনটাই মন্তব্য করলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শিখা চ্যাটার্জী। শুধু তাই নয়, মেয়রকে 'অপদার্থ' বলে কটাক্ষ করলেন তিনি।
জানা গিয়েছে, শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ডে ডাবগ্রাম-১ এবং ডাবগ্রাম-২ অঞ্চলের আবর্জনা ফেলতে বাধা দেওয়া হয় শিলিগুড়ি পুরনিগমের তরফে, অভিযোগ শিখা চ্যাটার্জীর। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন তিনি। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর সেই আবর্জনা ফেলতে দেওয়া হয় বলে জানান।
বিধায়িকার অভিযোগ, ডাম্পিং গ্রাউন্ডটি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। অতএব, সেখানে ডাবগ্রাম-১ এবং ২ অঞ্চলের আবর্জনা ফেলতে বাধা দেওয়া হয়েছে কেন, প্রশ্ন তোলেন তিনি। শুধু আজকে নয়, এর আগেও এমনই বাধা সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে বিধায়িকার।
শিখা চ্যাটার্জি বলেন, "আমার বিধানসভা কেন্দ্রের এই ডাম্পিং গ্রাউন্ডে যদি আমার এলাকার আবর্জনা ফেলতে না দেওয়া হয়, তবে আমি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের আবর্জনাও এই ডাম্পিং রাউন্ডে ফেলতে দেব না।"