কোচবিহার ২ ব্লকের ডোডেয়ারহাটে বাজারে ভয়াবহ অগ্নিকান্ড। সেলুন, টেইলারিং, গয়না সহ পুড়ে ছাই ছয়টি দোকান। কীভাবে আগুন লেগেছে, তা এখনো অজানা।
আগুন লাগার ঘটনার খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মত গতকাল রাতে তারা দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। আজ শুক্রবার সকালে স্থানীয়রা তাদের ফোন করে জানান, দোকানে আগুন লেগেছে। এরপর পড়িমরি করে তারা দোকানে পৌঁছলে দেখেন, দাউ দাউ করে আগুন জ্বলছে সেখানে।
ছ'টি দোকান পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে গেলেও দমকলের দু'টি ইঞ্জিন সময় মত এলে বাকি দোকানগুলো বেঁচে যায়। তবে ঘটনার অনেকটা সময় কেটে গেলও কোনরকম প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে উঠে এসেছে অভিযোগ। প্রায় সব মিলিয়ে ৩০ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়ে গিয়েছে।