ডোবার জলে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। বাগডোগরার সুকান্তপল্লীর ঘটনা। মৃতের নাম জীতেন বর্মন (৬০)। বৃহস্পতিবার মৃত জীতেন বর্মনের পরিবারের সঙ্গে দেখা করলেন দার্জিলিং জেলা তৃণমূল-কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।
জানা গিয়েছে, মঙ্গলবার সেনাবাহিনীর সীমানা প্রাচীরের ভেতরে একটি ডোবায় পড়ে যান বৃদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ ও সেনা জওয়ানরা। সেনাবাহিনীর জমি হওয়ায় মৃতদেহ উদ্ধার নিয়ে চাপানউতোর চলে সেনা ও রাজ্য পুলিশের মধ্যে।
পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় বাগডোগরা থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।