বছর ছাব্বিশের তরুণী আইনজীবীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য। জানা গিয়েছে, কেয়া দত্ত নামে শিলিগুড়ি আদালতে কর্মরতা ছিলেন। শুক্রবার তার মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়নাতদন্ত হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে আইনজীবী মহলে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি ৩৮ নম্বর ওয়ার্ডের সংহতি মোড় এলাকায় একটি ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন ঐ যুবতী। গতকাল রাতে অন্যান্য দিনের মত খাওয়া-দাওয়া সেরে ঘরে চলে যান। এরপর গভীর রাতে যুবতীকে ডাকেন তার মা। কোন সাড়া না মেলায় প্রতিবেশীদের ডাকাডাকি করেন তিনি।পরবর্তীতে ঘরের দরজা ভেঙ্গে যুবতীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর তড়িঘড়ি যুবতীকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে মৃতা যুবতী শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দুলাল দত্তের ভাইঝি ছিলেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে দুলাল দত্ত বলেন, খুব শান্ত স্বভাবের ছিল কেয়া। পরিবারে কোনোরকম সমস্যা ছিল না। তবে কী কারণে এমন পদক্ষেপ নিলো তা জানা নেই। তদন্তে আশিঘর ফাঁড়ির পুলিশ।