তৃণমূলের পোলিং এজেন্টের বাড়িতে ফের ভাঙচুরে চাঞ্চল্য

দিনহাটা রুইয়ের কুঠি এলাকায় তৃণমূলের পোলিং এজেন্টের বাড়িতে ফের ভাংচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

  শুক্রবার সকালে এ বিষয়ে তৃণমূলের পোলিং এজেন্টের স্ত্রী পার্বতী বর্মন জানান, গত লোকসভা নির্বাচনের তার স্বামী বাবলু বর্মন তৃণমূলের পোলিং এজেন্ট হওয়ায় নির্বাচনের পর থেকেই বারবার তার বাড়িতে বিজেপির দুষ্কৃতিরা হামলা চালায়। এমন কি এলাকা ছাড়ার ও প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ। তিনি আরো বলেন, গতকাল রাত ন'টা নাগাদ বিজেপির দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে বাড়ি ভাঙচুর করে।  

  যদিও এই বিষয়ে দিনহাটা এক নম্বর মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক রতন বর্মন ফোন মারফত প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, বাবলু বর্মন নিজের এলাকা বাদে পার্শ্ববর্তী এলাকায় বহু মানুষের কাছে চাকরির প্রলোভন এবং নতুন রেশন কার্ড, প্যান কার্ড করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েছেন। তাই হয়তো তার বাড়িতে সেই টাকা আদায়ের চাপ দিচ্ছে সাধারণ মানুষ। আর ঠিক সেই কারণেই নিজের দোষ ঢাকতে এই মিথ্যে ভাংচুরের ঘটনা সাজিয়েছে তৃণমূল।