গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ১৪ ও তৃণমূল ৯ টি আসন পায়। এরপর গত বুধবার ওই গ্রাম পঞ্চায়েতের ৩ পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিতেই তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় ১২, বিজেপির ১১। এবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত প্রধান মাম্পি দাস।
শুভেন্দু অধিকারীর কোচবিহারে ঢোকার ঠিক আগেই বিজেপির প্রধানের যোগদান তৃণমূলে। গত বৃহস্পতিবার কোচবিহার -২ ব্লকের ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতে গিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন নিশীথ প্রামাণিক সহ বিজেপি বিধায়করা। শনিবার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি দাস।