মাথাভাঙ্গা কান্দুরা মোড় এলাকায় তৃণমূল-কংগ্রেসের পার্টি অফিসে হামলার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গতকাল রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পার্টি অফিসে হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ঘটনার প্রতিবাদে মাথাভাঙ্গা হাজরাহাট যাওয়ার কান্দুরা মোড় যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হন তৃণমূল-কংগ্রেস কর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ ওঠে।