নাম না করে মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায় কে বেনজীর আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। মালদার চাচোল এর হাজারপুর মাঠে দলীয় প্রার্থী মোস্তাক আলমের হয়ে নির্বাচনী জনসভা থেকে প্রাক্তন আইপিএস অফিসার ও তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ। হিম্মত নেই মোদির বিরুদ্ধে লড়াই করার ওদের পা চাটা কুত্তা ছিল যে তাকে এখন নেতা বানিয়েছে। এসব পুলিশ অফিসার কে। পা চাটা ক্রীতদাস। দিদির দলে পা চাটা ক্রীতদাস। সে এখন জনপ্রতিনিধি হবে আপনার। আহা। কানা ছেলের নাম পদ্মলোচন। এখানে মানুষের সামনে সভা হোক সর্বদলীয় সবার সব প্রার্থী সেখানে থাকবে নিজের নিজের কথা বলবে হিম্মত আছে।