তোলাবাজি! থ্রেট কালচার! সরব এনবিএমসি’র চিকিৎসক-পড়ুয়ারা

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে টিএমসিপি ইউনিটের নামে হুমকি ও তোলাবাজির অভিযোগে এবার সরব হলেন এনবিএমসি’র চিকিৎসক-পড়ুয়ারা। বুধবার ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।
 
  আজ দুপুরে রোগী কল্যাণ সমিতির বৈঠক থাকায় মেডিকেল কলেজে খোদ উপস্থিত ছিলেন মেডিকেলের অধ্যক্ষ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা মেয়র গৌতম দেব। তাঁর অফিস ঘরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ চিকিৎসক-পড়ুয়ারা। প্রায় দেড় ঘণ্টা ধরে গৌতম দেবকে ঘেরাও করে চলে বিক্ষোভ। 

  চিকিৎসক-পড়ুয়াদের একটাই দাবি, অবিলম্বে টিএমসিপি ইউনিট ভেঙে দিতে হবে। শাহিন সরকার এবং সোহম মণ্ডল নামে দু’জন হাউস স্টাফ রয়েছেন, যারা টিএমসিপি ইউনিটের নামে মেডিকেলে ‘দাদাগিরি’ চালান, তাদের দ্রুত বহিষ্কার করতে হবে বলেও দাবি ওঠান তারা।

 ইতিমধ্যেই ‘থ্রেট কালচারে’র অভিযোগে সরব হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ। তাঁদের অভিযোগ, এই কলেজেরই পড়ুয়াদের কেউ কেউ ‘দেখে নেওয়া’র হুমকি, এমনকি প্রাণে মারার হুমকিও দিচ্ছেন। কলেজের এক অধ্যাপক চিকিৎসকও এই থ্রেট কালচার গ্রুপে যুক্ত রয়েছেন। অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলা হয়েছে। পাশাপাশি, আর.জি. কর কাণ্ডে চর্চায় আসা চিকিৎসক অভীক দে’কে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ঢোকা নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে৷