দিনের পর দিন শিলিগুড়িতে বাড়ছে চুরির ঘটনা। এবারে শিলিগুড়ি ভক্তিনগর থানার গেটের সামনে থেকে ব্যাটারি চুরির ঘটনায় চাঞ্চল্য। থানার গেটের সামনে লাগানো রয়েছে বহু সংখ্যক সিসিটিভি ক্যামেরা। তারপরও কীভাবে চোর চুরি করতে সাহস পায়, শহরবাসীর নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
তবে এ নতুন কিছু নয়, প্রত্যেক দিনই কোন না কোন গাড়ির ব্যাটারি বা ছোটখাটো চুরির ঘটনা ঘটেই চলে শহর শিলিগুড়িতে, কীভাবে থানার সামনে থেকে এ ধরণের চুরি সম্ভব, এর উত্তরে এমনই ব্যাখ্যা দিচ্ছেন ভক্তিনগর থানার পুলিশ কর্তা, বলে চুরি যাওয়া ব্যাটারির মালিক মনীশ বনসলের অভিযোগ। পুরো বিষয় নিয়ে যথারীতি উদ্বেগে শহরবাসী।