দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার কালচিনির চিঞ্চুলায়।
জানা গিয়েছে, কালচিনি ব্লকের চিঞ্চুলার বাসিন্দা ঐ ১৫ বছরের ছাত্রী পড়াশোনার সূত্রে বিহারে তার দাদুর বাড়িতে থাকতো। দু' দিন আগে তার বাবা ও মা তাকে বিহার থেকে চিঞ্চুলাতে নিয়ে আসেন। এরপরই ঘরে ঝুলন্ত দেহ দেখতে পায় বাড়ির লোকজন। কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।