শিলিগুড়ির বর্ধমান রোডে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি ছোট চারচাকার গাড়িতে ধাক্কা মারল পুলিশের গাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছোট গাড়িতে থাকা যাত্রীরা বলেন হটাত দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারলে অল্প বিস্তর চোট লেগেছে। গাড়ির ক্ষতিও হয়েছে। অভিযোগ পুলিশের গাড়ির চালক কানে হেডফোন লাগিয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। যদিও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কথা অস্বীকার করেছেন ওই চালক।