দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে আগুন

ঘটনাটি ঘটে শুক্রবার সকালে প্রায় ১০:২০ নাগাদ দুর্গাপুরের রাজবাঁধ স্টেশনের কাছে। এদিন হাওড়া থেকে নয়া দিল্লি গামী আপ দুরন্ত এক্সপ্রেসের চাকার নিচ থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখেন টেনের ড্রাইভার। ঘটনায় তড়িঘড়ি খবর দেওয়া হয়, রেলের আপাতকালীন দলকে। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় ট্রেনের নিচ থেকে বেরোনো ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন সংশ্লিষ্ট দলের কর্মীরা। ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। তবে রেলের তৎপরতায় যাত্রীদের মধ্যে ফিরে আসে আস্থা।

পুরো ঘটনায় বেশ কিছুক্ষণ এদিন দুরন্ত এক্সপ্রেস কে দাঁড় করিয়ে রাখা হয় রাজবাঁধ স্টেশনের কাছে। পুরো ঘটনায় রেলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি