মদ ও জুয়ার ঠেক, দুষ্কৃতীদের নিয়মিত আড্ডা-আলিপুরদুয়ার জংশন রেলস্টেশন লাগোয়া লবি কেবিনের সামনে ওভার ব্রিজের নিয়মিত দৃশ্য এমনটাই, যার ফলে দিনকে দিন এলাকায় বাড়ছে নানান অসামাজিক কার্যকলাপ।
বুধবার এ নিয়ে আলিপুরদুয়ার জংশন আরপিএফ থানায় লিখিত অভিযোগ জমা করলেন বিবেকানন্দ ২ অঞ্চল যুব তৃণমূল-কংগ্রেস। দীর্ঘদিনের দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে আরপিএফকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে যুব তৃণমূল।