দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় VIP রোড

দীর্ঘ আন্দোলন ও বিক্ষোভের পরেও হাল ফেরেনি নিউ জলপাইগুড়ি থানা অন্তর্গত ভি আই পি রোড থেকে ভবেশ পেট্রোল পাম্প অবদি রাস্তার। কবে এই বেহাল রাস্তার মেরামত করা হবে কবে এই দূর্ভোগ থেকে নিষ্কৃতি মিলবে,  দিন গুনছেন এলাকাবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ, বেহাল রাস্তার কারণে কারণে প্রায়সই পথ দূর্ঘটনা ঘটে। পথ দূর্ঘটনায় প্রাণ গেছে অনেকেরই।  রাস্তা মেরামতের দাবিতে বহুবার পথ অবরোধ করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসীরা । তবে প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ এলাকাবাসীদের। দ্রুত রাস্তা মেরামতের দাবী জানিয়েছেন তারা। জানা গিয়েছে, ভি আই পি রোডে রাস্তার মাঝে বিভিন্ন জায়গায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। যা বর্ষাকালে পুকুরের আকার নেয়। রাতের অন্ধকারে সেই গর্ত বোঝা যায় না এরফলে অনেকেই দূর্ঘটনার কবলে পড়ছেন। এলাকার বাসিন্দাদেরও সেই পথ দিয়ে যাতায়াত করতে সমস্যার সম্মুখীন হতে হয়। স্থানীয় এক ব্যবসায়ী দুলাল দাস বলেন বেহাল রাস্তার কারণে ব্যবসা প্রায় বন্ধ হওয়ার দিকে। রাস্তার বেহাল দসার কারণে রাস্তা দিয়ে গাড়ি চললে ধুলোবালির কারণে কেউ হোটেলে হাতে চান না ফলে ব্যবসা প্রায় বন্ধ হবার দিকে ব্যবসা বন্ধ হয়ে গেলে কি দিয়ে সংসার চালাবো তা নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে।