দূরপাল্লার সরকারি যাত্রীবাহী বাস থেকে উদ্ধার ৬০ কেজি গাঁজা! ঘটনায় গ্রেফতার ৩। বুধবার গভীর রাতে ফাঁসিদেওয়ার ঘোষপুকুর মোড়ে ৩১নং জাতীয় সড়কের ঘটনা।
গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ শিলিগুড়ি-কলকাতাগামী সরকারি যাত্রীবাহী বাস আটক করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। কোচবিহার থেকে কলকাতাগামী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসে করে এই গাঁজা পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে। বাসের কেবিনে তিনটি ট্রলি ব্যাগ থেকে আনুমানিক ৬০ কেজির উদ্ধারকৃত ঐ গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। ধৃতদের মধ্যে দিনহাটার বাসিন্দা উজ্জ্বল শীল, ফালাকাটার অমল বর্মন এবং মালদার আত্মিক পান্ডে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।