দোকানের শাটার ভেঙ্গে দামী মোবাইল ফোন নিয়ে চম্পট দুষ্কৃতী

মোবাইলের দোকানের শাটার ভেঙে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার মোবাইল ফোন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের বুড়াবুড়ি মন্দির সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে সোমবার ঘটনার স্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি যায় দোকানের কর্মচারী এবং মালিক। এরপর সোমবার সকালে স্থানীয় ব্যবসায়ী মারফত দোকান মালিক জানতে পারেন যে তার দোকানের শাটার ভাঙ্গা রয়েছে। এরপর তড়িঘড়ি দোকান মালিক দোকানের পৌঁছে চুরির ঘটনা টের পায় এরপর খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।স্থানীয় এক ব্যবসায়ী দুলাল রায় জানান, “ইস্টার্ন বাইপাস এর মত রাস্তায় যদি এমন ঘটনা ঘটে তাহলে কতটা আতঙ্কিত হতে পারে ব্যবসায়ীরা। আমিও মাঝেমধ্যে দোকান বন্ধ করে ৪-৫ দিনের জন্য বাইরে যাই, যে কোন সময় আমার দোকানেও এরকম ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় সত্যিই আমরা খুব আতঙ্কিত।”