মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের মাইকে প্রচার করে দোকান সরিয়ে নেবার কথা বলা হয়। সেই মতোই শনিবার সকাল থেকেই কোচবিহার শহরে ফুটপাত উচ্ছেদে নামলো প্রশাসন। জেসিবি, বুলডোজার দিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয় দোকানপাট।
এদিকে এই উচ্ছেদের ফলে বর্তমানে ঠিকানা খোয়ালেন প্রায় ৩৩ বছর ধরে ঐ এলাকার রোজগেরে ব্যবসায়ীরা। অতি দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে না খেয়েই মরতে হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীদের একাংশ। আর তাই মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে পুনর্বাসনের দাবি জানালেন তারা।