দোকান উচ্ছেদ করা নিয়ে সদর মহকুমা শাসককে ঘিরে বিক্ষোভ ব্যবসায়ীদের। কোচবিহার মহিষবাথান জেলা পরিবহন ভবনের পাশে জাতীয় সড়কের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ছুটে আসে পুন্ডিবাড়ী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলা পরিবহন ভবনের পাশে ৩৪ নম্বর জাতীয় সড়কের নালার ওপর দীর্ঘ প্রায় ২০-২৫ বছর ধরে দোকান করে খাচ্ছেন কিছু ব্যবসায়ী। আজ হঠাৎ করেই জেলা প্রশাসনের নির্দেশে কোচবিহার সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি বুলডোজার নিয়ে দোকান ভেঙ্গে দেওয়ার অভিযোগ। সেই সময় স্থানীয় ব্যবসায়ীরা এসডিওকে ঘিরে বিক্ষোভ দেখান।
ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে তারা ব্যবসা করছেন ওই এলাকায়। বর্তমানে ব্যবসায়ীদের সংখ্যা প্রায় ৭৫ থেকে ৮০ জন। পরিবহন ভবন হবার পরই হঠাৎ করে কি কারণে আজ তাদের দোকান ভেঙ্গে দেওয়া হচ্ছে, কেউ কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। এমতাবস্থায় অচল হয়ে পড়বেন ব্যবসায়ীরা। তাই পুনর্বাসনের দাবিতে মহকুমা শাসককে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করলেন তারা।
যদিও এ বিষয় নিয়ে সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি বলেন, জেলা শাসকের নির্দেশে এটি করা হচ্ছে। এর বেশি তিনি কোন মন্তব্য করবেন না।