দ্বিতীয়বার মালদা উত্তরের প্রার্থী হয়ে ভোট প্রচার শুরু করলে

রবিবার ছুটির দিনে জমজমাট ভোট প্রচার! দ্বিতীয়বার মালদা উত্তরের প্রার্থী হয়ে ভোট প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। পুরাতন মালদার মহামায়া মন্দিরে পুজো দিয়ে মুচিয়া এলাকায় নিজের হাতে দেওয়াল লিখে ভোট প্রচার শুরু করেন তিনি। পুরাতন মালদা এলাকায় বাইক র্যা লির পাশাপাশি দ্বারে দ্বারে গিয়ে করজোড়ে আসন্ন নির্বাচনের জন্য সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করতে দেখা যায় তাঁকে।