ধামসা, মাদল বাজিয়ে প্রচার তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবরাইক

ধামসা ,মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের মাধ্যমে ভোটের প্রচার সারলেন আলিপুরদুয়ার লোকসভার তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইক। ডুয়ার্সের শেষ সীমান্ত আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত নিউল্যান্ডস চা বাগান থেকে শুক্রবার সকালে প্রচার শুরু করল তৃণমূল প্রার্থী প্রকাশ। এদিন ধামসা ,মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের মাধ্যমে চা বাগানে প্রচার শুরু করে তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইক। এদিন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কুমারগ্ৰাম বিধানসভা এলাকায় দিনভর প্রচার করবেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক। এদিন মন্দিরে পূজো দিয়ে কুমারগ্ৰাম বিধানসভার নিউ ল্যান্ড চা বাগান,  সংকোস চা বাগান, কুমারগ্ৰাম চা বাগান সহ বিভিন্ন এলাকায় প্রকাশ চিক বড়াইক তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন তিনি। চা বাগানে কর্মরত শ্রমিকদের মধ্যেি গিয়ে প্রচার চালায় তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইক। সাংবাদিকদের তিনি বলেন, এবারের লোকসভা ভোটে এই আসনে তৃণমূলের জয় নিশ্চিত।