ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর হাতে‌ খুন স্ত্রী

স্বামীর হাতে ধারালো অস্ত্রের আঘাতে মর্মান্তিকভাবে খুন হলেন স্ত্রী! তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাটাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের জালালজানি এলাকার ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় তুফানগঞ্জ পুলিশ আধিকারিক সার্কেল ইন্সপেক্টর সহ তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।ঘটনায়  চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। মৃত ওই মহিলার নাম মালতী নারায়ণ (৪৫)।

  স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মৃতা ওই মহিলার স্বামী নব কুমার নারায়ণ মানসিক ভারসাম্যহীন। আগামীকাল তাকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে নিয়ে আসার কথা ছিল। আজ সকালে বাজার করে বাড়িতে মাংস নিয়ে আসেন। স্বামী-স্ত্রী দু'জনই সেই মাংস পরিষ্কার করছিলেন আর সেখানেই হঠাৎ স্ত্রী মালতির ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্বামী নব কুমার নারায়ণ।ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।