নাথুয়ার চরে জমি মাফিয়া রাজ, পাট্টার দাবিতে বিক্ষোভ

বারপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েতের নাথুয়ার চর এলাকায় চলছে জমি মাফিয়া রাজ৷ রাতারাতি সমস্ত জমি রেকর্ড হয়ে যাচ্ছে অথচ সেই এলাকায় দীর্ঘদিন থেকে বসবাসকারীদের জমিকে সরকারি জমি বলেই চালানো হচ্ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি সদর বিএলআরও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো সংশ্লিষ্ট গ্রাম‌ পঞ্চায়েতের নাথুয়ার চর এলাকার প্রায় দুই শতাধিক বাসিন্দা। এই কাজের পেছনে জমি মাফিয়াদের সাথে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কিছু আধিকারিকের মদত রয়েছে বলে অভিযোগ তুলছেন তারা। আর‌ তাই দ্রুত এই ঘটনার তদন্ত করে পাট্টা প্রদানের দাবি জানানো হয়েছে বাসিন্দাদের পক্ষ থেকে। 

  প্রসঙ্গত, এদিন নাথুয়ার চরের বাসিন্দা বিজয় দাস বলেন, এর আগে জমির পাট্টার জন্য একাধিক বার স্মারকলিপি দেওয়া হয়ছিল। কিন্তু দপ্তর থেকে তা নাকচ করে দেওয়া হয়। অথচ কিছু মানুষ বিএলআরও দপ্তর থেকে সরকারি ওই জমির কাগজ পত্র বের করে বিক্রি করে দিচ্ছে। এই বিষয় নিয়ে বলা হয়েছে। এবার স্থানীয় মানুষের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে বলেই এই বিক্ষোভ।