নাবালিকাকে গণধর্ষণ ও তার রেকর্ডিং ভাইরাল

এক নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগ উঠলো। কেবল তাই নয়, ওই ঘটনার ভিডিও রেকর্ডিং ভাইরাল পর্যন্ত করা হয়েছে বলে খবর। ডুয়ার্সের মেটেলি থানা এলাকার একটি চা বাগানে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
  এদিকে নাবালিকার পরিবারের পক্ষ থেকে মেটেলি থানায় করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের মধ্যে ৪ জন নাবালক, বাকি তিন জন সাবালক বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার অভিযুক্ত ৪ নাবালককে জলপাইগুড়ি জুভেনাইল জাস্টিস কোর্টে নিয়ে আসা হয়। অন্যদিকে, সাবালক তিন জনকে মালবাজার মহকুমা আদালতে তোলা হয়ছে। 
  জানা গিয়েছে, গত ১০ জুলাই ঘটনাটি ঘটে। তবে গতকাল ওই ঘটনার  ভিডিও ভাইরাল হওয়ার পরেই প্রকাশ্যে আসে বিষয়টি। এরপরই পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত জানান, ঘটনার তদন্তে নেমে জেলা পুলিশের একটি টিম। গতকাল রাতে জলপাইগুড়ি ছাড়াও আলিপুরদুয়ার জেলার শামুকতলা, জটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের আদালত তোলা হয়েছে।
  অন্য দিকে, মালবাজার আদালতের পক্সো কোর্টের সরকারি আইনজীবী অপূর্ব ঘোষ জানান, সাবালক ৩ জনকে আদালতে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে ২ জনকে ৫ দিনের পুলিশি হেফাজত এবং অপর একজনকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।